ডেঙ্গু মোকাবেলায় পুরস্কার নিইনি: মন্ত্রী তাজুল

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৯:৫০ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১৭:২৯
গতকাল এফডিসিতে মন্ত্রীর হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাওয়ার কথা অস্বীকার করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সফলতার জন্য তাকে কোনো সংগঠন থেকে পুরস্কার বা স্মারক দেয়া হয়নি।

শুক্রবার এফডিসিতে ‘শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানের শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিতর্কের আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘ডেঙ্গু মোকাবেলায় সফল হওয়ায় মন্ত্রী পুরস্কার পেয়েছেন’ এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এটা নিয়ে সমালোচনা হয়। শনিবার কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। এ সময় তিনি এ ব্যাপারে কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে আয়োজকরা অন্য সবার সঙ্গে আমাকেও একটি সম্মাননা স্মারক প্রদান করেন। ওই সংগঠন প্রথাগতভাবে আমাকে এ সম্মাননা জানিয়েছে। কিন্তু এটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কোনো বিষয়কে আংশিক বা ভুলভাবে পরিবেশন করা দুঃখজনক।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আশা করি ডেঙ্গু মোকাবেলায় আমরা সফল হবো।’

এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনই সমাধানের উত্তম পন্থা। এলক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ কাজও করে যাচ্ছে। যাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে তারাও আন্তরিকভাবে চেষ্টা করছেন। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

তাজুল ইসলাম এ সময় হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনসহ রাস্তাঘাটে উন্নয়নের আশ্বাস দেন। পরে তিনি হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :