মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, আহত ১৮

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে আহত হয়েছেন ১৮ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পাহাড়ের মাটি পড়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রায় দুই ঘণ্টা যোগাযোগ বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করেন এবং সড়কে যান চলাচলের ব্যবস্থা করেন।

ঘটনাস্থল থেকে সাংবাদিক আহমদ গিয়াস জানান, অতি বৃষ্টির কারণে মেরিন ড্রাইভ লাগোয়া পাহাড়ে ধস হয়। এতে মাটি চাপা পড়ে ১৮ জন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা। পরে তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। সবাই গাড়ির যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যাওয়া দুটি সিএনজি অটোরিকশা দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে পাহাড় ধসের বিপুল মাটি জমে মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে শত শত গাড়ি। ১৬ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা মাটি সরালে প্রায় দুই ঘণ্টা পর সড়ক যোগাযোগ আবার সচল হয়।

সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে টেকনাফের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে অধিকাংশ এলাকায়। পাহাড় ধসে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :