মিরপুরে পরপর সাত বলে সাত ছক্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০
অ- অ+

মিরপুরে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করলেন আফগানিস্তানের দুই ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। পঞ্চম উইকেট জুটিতে তারা ১০৭ রানের জুটি গড়েছেন। ইনিংসের শেষ ৫ ওভারে তারা দুজন মিলে ৮৮ রান নেন।

এই দুই ব্যাটসম্যান মিলে পরপর সাত বলে সাতটি ছক্কা মেরেছেন। টেন্ডাই সাতারার করা ইনিংসের ১৭তম ওভারের শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান নবী। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন মাদজিভা। এক্ষেত্রে ব্যাটিংয়ে ছিলেন নাজিবউল্লাহ। ওভারের প্রথম তিনটি বলেই তিনি ছক্কা হাঁকান। চতুর্থ বলে চার মারেন তিনি। আফগানিস্তান ইনিংসে মোট ১৫টি ছক্কা হয়েছে।

মিরপুরে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে ১৯৭ রান সংগ্রহ করেছে আফগানরা। দলের পক্ষে ৩০ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ। ১৮ বলে চারটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন মোহাম্মদ নবী।

১৫ ওভার শেষে আফগানিস্তানের রান ছিল চার উইকেটে ১০৯। শেষ পাঁচ ওভারে তারা নেয় ৮৮ রান। পঞ্চম উইকেট জুটিতে নাজিবউল্লাহ ও নবী মিলে ১০৭ রানের জুটি গড়েন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সাতারা ২টি, উইলিয়ামস ২টি ও এনডিলোভু ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা