রাজশাহীর আট জেলায় বাস্তবায়ন হচ্ছে ৫৫ উন্নয়ন প্রকল্প

রাজশাহী বিভাগের আট জেলায় সরকারের ৫৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ।
তিনি বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। তাকে জানানো হয়, ২০ শতাংশের বেশি অগ্রগতি হওয়া ‘ভালো’ ক্যাটাগরির প্রকল্পের সংখ্যা ২২টি। ছয় থেকে ২০ শতাংশ বাস্তবায়নের মধ্যে থাকা ‘কম’ অগ্রগতির প্রকল্পের সংখ্যা ২৮টি। আর পাঁচ শতাংশের কম অগ্রগতি হওয়া ‘শুন্য’ ক্যাটাগরির প্রকল্পের সংখ্যা ৫টি। সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দ্রুত গতি আনতে নির্দেশনা দেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি প্রকল্প যাতে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যয়ে এবং গুণগত মান ঠিক রেখে সম্পন্ন হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। তাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান। তিনি বলেন, মাঠপর্যায়ে যারা কাজ করছেন তারা যেন কোনো ব্যক্তি বা মহলের প্রভাবে প্রভাবিত না হন এবং কাজে যেন কোন দুর্নীতি না হয় সেজন্য সকলকে সাহসী হতে হবে। এ জন্য কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
সভায় বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আব্দুল মান্নান, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির এবং রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসকসহ প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/ইএস
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মাইকিং করে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন যুবক

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা মেয়র জাহাঙ্গীরের

বর্ণিল সাজে সেজেছে স্মৃতিসৌধ

গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১০

অনুপ্রবেশের পর মহেশপুর সীমান্তে আরও ৬ জন আটক

ঢাকাটাইমসের সংবাদে মুক্তিযোদ্ধা ভাতা মিলল মির্জাপুরের সেই বীরাঙ্গনার

জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন ঘোষণা রাজবাড়ীর উপজেলা চেয়ারম্যানদের

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হাতিয়ায় শিক্ষক বহিষ্কার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ
