কলাবোঝাই পিকআপে ৫৮৫ বোতল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:৫৭
অ- অ+

কলা বোঝাই পিকআপভ্যানে ৫৮৫ বোতল ফেনসিডিল পরিবহনের সময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- হারুন অর রশিদ ও মোতালেব হোসেন। এ সময় আরো উদ্ধার করা হয় তিনটি মোবাইল ফোন ও নগদ ২৩ হাজার টাকা।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঢাকাটাইমসকে জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে কলা বোঝাই একটি পিকআপভ্যানে রাজধানীতে মাদক আনা হচ্ছে। এমন সংবাদে আশুলিয়ার নাভানা সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

র‌্যাব আরো জানায়, চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবাহী বাস, শাক-সবজি বহনকারী ট্রাক কিংবা তেলের ড্রামে মাদক বহন করে রাজধানীতে আনতো। পরে খুচরা ও পাইকারী দামে মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এর আগেও বেশ কয়েকটি মাদকের চালান তারা রাজধানীতে এনেছে।

ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা