ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ট্যাংকারের ছবি প্রকাশ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১০:২০
অ- অ+

লোহিত সাগরে সৌদি আরবের উপকূলে সন্দেহজনক ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেল ট্যাংকারের কয়েকটি ছবি প্রকাশ করেছে ইরান। সোমবার প্রকাশিত এসব ছবিতে ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানির জাহাজ সাবিতির গায়ে দুটি বিশাল গর্ত দেখা যাচ্ছে।

একটি ছবিতে তেল ট্যাংকারের ক্রুদের এবং আরেকটি ছবিতে জাহাজের গায়ের গর্তগুলোকে কাছে থেকে দেখা যাচ্ছে।

গত শুক্রবার লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী ইরানি তেল ট্যাংকার ‘সাবিতি’র ওপর আধাঘণ্টার ব্যবধানে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ট্যাংকারটির ক্ষতি হলেও কোনো ক্রু হতাহত হননি। ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেল ট্যাংকারকে সাহায্য করার আবেদনে সৌদি আরব সাড়া দেয়নি বলে জানিয়েছে তেহরান।

ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, নিঃসন্দেহে কয়েকটি দেশের সহযোগিতায় একটি দেশ এ কাজ করেছে এবং যে দেশটি এ কাজ করেছে সে যেন এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকে।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, তার দেশ ইরানি তেল ট্যাংকারে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং এ কাজে তেহরান কোনো তড়িঘড়ি করবে না।

ঢাকা টাইমস/১৫অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা