শাহজালালে ইয়াবাসহ বিমানযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১১:৪৮
অ- অ+
ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৮ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম জাহাঙ্গীর আলম।

বিমানবন্দরে দায়িত্বরত এসবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। তার কাছে ইয়াবা আছে এমন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোর্ডিং কাউন্টারের সামনে থেকে সিটিএসবি বিমানবন্দর জোন তাকে আটক করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে জুতার ভেতরে বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি মোট ১২৮ পিস ইয়াবা ছিল।

বিমানবন্দরের বিশেষ শাখার পরিদর্শক শোয়েব ঢাকা টাইমসকে জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা