সি-ভিট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৫৬
অ- অ+

পাবনার চাটমোহরে সি-ভিট ভেবে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে তাহসীন হোসেন (৯) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গত মঙ্গলবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশুটি। সে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও সজনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট ঘরে এনে রাখেন তাহসীনের মা। গত মঙ্গলবার সকালের খাওয়ার খেয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাহসীন। এ সময় ঘরের টেবিলের ওপর রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেটকে (কীটনাশক) ভিটামিন সি (সিভিট) ভেবে চুষে খাওয়া শুরু করে সে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তাহসীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ‘পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা