চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২০
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাভার্ডভ্যানের ধাক্কায় পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে জসিম উদ্দীন নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ মিয়া আরো একজন আহত হন।

বুধবার বিকালে উপজেলার দেউলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দীন উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও আহত পলাশ মিয়া একই উপজেলার কুড়ালগাছি গ্রামের বাবর আলির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে ধানবোঝাই একটি পাওয়ার ট্রলি দামুড়হুদার দিকে আসছিল। এসময় দামুড়হুদার দেউলি মোড় নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির উপর থাকা জসিম রাস্তায় ছিটকে পড়ে ওই পাওয়ার ট্রিলারটির চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত হয় পলাশ মিয়া।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা