‘বিএসএফ-বিজিবির গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:১৯ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৩:৪৮

ভুল বোঝাবুঝির কারণে রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে আমরা মর্মাহত।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজিবি ও বিএসএফের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এই দুর্ঘটনায় মর্মাহত হয়েছি। জেলেদের আটক করার পরপরই কিছু জেলে বিএসএসফকে খবর দিলে বিএসএসএফ সেখানে চলে আসে এবং একটি ভুল বোঝাবুঝির কারণে বিএসএফ সদস্য নিহত হয়।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইলিশকে রক্ষা করার জন্য বড় বড় নদীগুলোতে মাছ ধরার ওপর ১৫ দিনের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। সেই সময়টি অতিবাহিত হচ্ছিল। বিজিবি ও মৎস্য অধিদপ্তর এসময় যৌথ টহল দিচ্ছিল। এসময় তারা দেখেন একটা নৌকায় করে কিছু সংখ্যক জেলে মাছ ধরছে। তারা (বিজিবি) চ্যালেঞ্জ করলে জানা যায় তারা ভারতীয় জেলে। জেলেদের আটক করার পরপরই কিছু জেলে বিএসএসফকে খবর দিলে বিএসএসফ সেখানে চলে আসে এবং একট ভুল বোঝাবুঝি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির তথ্যমতে আমরা যতটুকু জেনেছি, বিজিবির পক্ষ থেকে বিএসএসফকে পতাকা বৈঠকের কথা জানালেও বিএসএসএফ তাতে রাজি না হয়ে জোর করে জেলেদের নিয়ে চলে যাচ্ছিল। এ সময়ই উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটে।

কিছুদিন আগে তিনজন র‍্যাব সদস্যকে বিএসএফ নির্যাতন করে। এরপর গতকালের ঘটনা, সবমিলিয়ে বর্তমান পরিস্থিতি কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়মিত টহল দিতে গিয়ে র‍্যাবের সদস্যরা ভারতীয় সীমানায় ঢুকে গিয়েছিল। বিএসএফ এ কারণে চোধ বন্ধ আহত অবস্থায় আমাদের কাছে ফেরত দিয়েছে। সেটাও একটা বৈঠকের মাধ্যমে সুরাহা হয়েছে।

বিজিবি মহাপরিচালক ও বিএসএফের মহাপরিচালকের বৈঠকের মধ্যে দিয়ে এটি সুরাহা বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সশস্ত্র সদস্য থাকবে: স্বরাষ্ট্রসচিব

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন মানসম্মত তথ্য ও সমন্বিত উদ্যোগ

তীব্র গরমে ট্রেনযাত্রীদের শরবত দিলো রেলওয়ে

​​​​​​​দলীয় ও সরকারপ্রধানের নির্দেশনা অমান্য করায় বিস্মিত ইসি আহসান হাবিব

ফের কমলো সোনার দাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :