ট্রাকচাপায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় তমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তমা আক্তার দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। তার স্বামীর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার দিকে যাচ্ছিল তমা আক্তার। একপর্যায়ে চন্দ্রা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তমা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যায়।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

মন্তব্য করুন