সাগরে গোসলে নেমে প্রাণ গেল জেএসসি পরীক্ষার্থীর

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক জেএসসি পরীক্ষার্থী মারা গেছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাকিরুল আলম হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিল।
সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচ কর্মী ইনচার্জ খোরশেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে হৃদয় ও তার এক বন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। ওই সময় স্রোতের টানে কিছু দূর ভেসে যায় হৃদয়। ভেসে যাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে লাইভ গার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হৃদয়ের মামা ছাদেক জানান, তার ভাগিনা এবারের জেএসসি পরীক্ষার্থী। ২ নভেম্বর পরীক্ষা শুরু। পরীক্ষার একদিন আগে তার মৃত্যু হয়েছে। পরীক্ষা আর দেয়া হলো না তার।
(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

মন্তব্য করুন