মেয়র টিটুর সঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর মতবিনিময়

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৬
অ- অ+

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে মতবিনিময় করেছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কংক্যাল সাংমা। শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের কার্যালয়ে এ বৈঠক হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহজ করা নিয়ে আলোচনা করেন।

এ সময় মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে মেঘালয় রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কংক্যাল সাংমা ঢাকা থেকে ময়মনসিংহ সার্কিট হাউজে এলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনে এলে তাকে সিটি করপোশেনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কংক্যাল সাংমা মেয়র ইকরামুল হক টিটুর ভূয়সী প্রশংসা করেন। মেঘালয়ের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে তিনি সবরকম সহায়তার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা