কুষ্টিয়ায় সাতটি স্বর্ণের বারসহ একজন আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৪:২৭
অ- অ+

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডারগার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অভিযানে সাতটি স্বর্ণের বারসহ তাওয়াবুর রহমান নামের (৪২) এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার ভোর ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী এসবি পরিবহনে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে বিজিবির টহল দল।

এদিকে, কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মেহেরপুরগামী ওই বাসে একব্যক্তি ভারতে স্বর্ণ পাচার করছে।

তিনি বলেন, এমন সংবাদের ভিত্তিতে আমরা ভোর ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর’র ২নং গেটের সামনে মেহেরপুরগামী এসবি পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুরকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ স্থানে রাখা সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৫০০ গ্রাম।

আটক স্বর্ণসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আটক তাওয়াবুর মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

(ঢাকাটাইসম/০৯নভেম্বর/এএইচ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা