হৃদয়-শামীমের ব্যাটিং তাণ্ডবে টাইগার যুবাদের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২২:৩৬
অ- অ+

সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তৌহিদ হৃদয় ও শামীম হোসেনের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ম্যাচ হবে ১৪ নভেম্বর।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের ওভার কমিয়ে ৩১ ওভার করা হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন পারানাভিথানা। ৪১ করেন দিনুশা। ২০ বলে ৩০ রান করেন উইজেসিংহে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২টি, শামীম হোসেন ২টি, শরিফুল ইসলাম ১টি, অভিষেক দাস ১টি ও তানজীম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ৬১ বলে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৫ করে আউট হন শামীম হোসেন। ৫৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আমশি ডি সিলভা।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা