বাসচাপায় বাবা-মেয়েসহ তিন সিএনজি অটোযাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৪৭

গাজীপুরের কাপাসিয়ার উজুলী দিঘীরপাড় এলাকায় জলসিঁড়ি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বাবা-মেয়েসহ তিন সিএনজি অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। একই পরিবারের মা ও বড় মেয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আড়ালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল, তার পাঁচ মাস বয়সী মেয়ে রুমা ও কাপাসিয়া কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম। নিহত মাজহারুল তরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিনের ছেলে। আহতরা হলেন- সোহেলের স্ত্রী নাজমা ও বড় মেয়ে সুমা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সোহেল তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে টোক বাজার থেকে সিএনজি অটোরিকশা দিয়ে কাপাসিয়া সদরের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি উজুলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জলসিঁড়ি পরিবহনের দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

আহতা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :