‘বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৬
অ- অ+

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে বলেই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরেও আয়কর নেয়ার মেলা করতে হচ্ছে- যা দুর্ভাগ্যজনক। যে দেশে স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশের মানুষ আয়কর দেবে না- এটা হতে পারে না। এজন্য বঙ্গবন্ধু হত্যার পরবর্তী রাজনীতিবিদদের দায়ী করেন তিনি।’

শুক্রবার দিনাজপুরে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘তারাই নিজেদের কালো টাকা সাদা করেছে। এটা দেশের জন্য একটা দুর্ভাগ্যজনক। তিনি আয়কর দেয়ার জন্য সকলকে উৎসাহী হওয়ার আহ্বান জানান।’

রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম এবং দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সুজা-উর রব চৌধুরী।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা