টাঙ্গাইলে ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর

টাঙ্গাইলের কালিহাতীতে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা পৌর সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা বানিয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাইম ( ৪), আবু বক্করের ছেলে আবির (৫)।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী দুই শিশু পতুল নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার ছলে একপর্যায়ে শিশুদুটি ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুজির পর ডোবা থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে।
দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/আরকে/জেবি)

মন্তব্য করুন