রাঙামাটির রাজস্থলীতে গুলিতে তিনজন নিহত

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৩৩| আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৩৬
অ- অ+
প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গুলিতে (ব্রাশফায়ার) জেএসএস মূল দলের তিনজন নিহত হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনো কারও মৃতদেহ উদ্ধার করতে পারেনি। নিহতদের পরিচয়ও পাওয়া যায়নি।

আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, নিহতরা জেএসএস মূল দলের সদস্য। অভ্যন্তরীন কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তবে জেএসএস এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় একটি সূত্র জানায়, বালুমুড়া গ্রামের কার্বারি ও তার ছেলেকে অপরণের পর হত্যা করা হয়েছে। বালুমুড়া এলাকাটি জেএসএস মূল দলের আধিপত্যাধীন।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘জেএসএসের মূল দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জেনেছি।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা