গোলাপি বলে সমস্যায় পড়বেন আম্পায়াররাও: টফেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১১:৫১| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১২:১৬
অ- অ+

ঐতিহাসিক ইডেন টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনের কমতি নেই। ইডেনে আলাদাভাবে শোভা ছড়াবে গোলাপি বল। কিন্তু বিপত্তি দেখা গিয়েছে এখানেই। লাল বলের তুলনায় গোলাপি বলের গঠনতন্ত্র ভিন্ন হওয়ায় এই বলের গতি খুব বেশি। ফলে ব্যাটসম্যানরা এই বলে স্বাচ্ছন্দ্যবোধ করেনা।

শুধু ব্যাটসম্যান নয়, রাতে গোলাপি বল দেখতে সমস্যায় পড়তে পারেন আম্পায়াররাও। এমনটাই দাবি করছেন প্রাক্তন অস্ট্রেলীয় আম্পায়ার সাইমন টোফেন।

গোলাপি বলে অ্যাডিলেডে হওয়া প্রথম টেস্টে টফেল আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, গোলাপি বল ভাল করে দেখতে আম্পায়াররা প্রয়োজনে কৃত্রিম লেন্সের সাহায্য নিতে পারেন।

টফেলের মন্তব্য, ইডেন টেস্টে গোলাপি বল দেখতে ম্যাচ আম্পায়াররা আলাদা কোনো লেন্স ব্যবহার করবে কী না সেটা আমার জানা নেই! সেটা পুরোপুরি ওদের ব্যাপার। ওদের উচিত নেটে ক্রিকেটারদের অনুশীলনের সময়ও যত বেশি সম্ভব হাজির থাকা।’

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই আম্পায়ার আরও বলেছেন, ‘নেটে অনেকটা সময় কাটালে আম্পায়াররা গোলাপি বল দেখার ব্যাপারে অভ্যস্ত হবে। ক্রিকেটে ঠিক সময়ে ঠিক জিনিস দেখা একটা বড় ব্যাপার। নেটে সময় দিলে ওদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’

টফেল যোগ করেন, ‘গোধূলিতে আলোয় পরবর্তন হয়। উজ্জ্বল সূর্যের আলো থেকে নৈশালোকে খেলা শুরু হয়। এই সময় গোলাপি বলে খেলা ব্যাটসম্যানদের পরীক্ষা। আম্পায়ারদের ক্ষেত্রেও এই একই কথা খাটে। ব্যাট করার মতোই তখন কঠিন হয় ম্যাচ পরিচালনা করা।’

টফেল ভারতে এসেছেন নিজের বইয়ের প্রচারে। ইডেনে গোলাপি বলে টেস্ট চলার সময় তাঁর হাজির থাকার কথা। টফেল মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের কাজ বেশি কঠিন কারণ কখনও তাঁরা গোলাপি বলে খেলেননি। তাই তাঁদের তিনি অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার অতীতে গোলাপি বলে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেখানে ২০১৩-তে বাংলাদেশ এক বারই গোলাপি বলে চার দিনের একটা ম্যাচ খেলেছিল। কিন্তু সেই দলের কেউ এ বার খেলছেন না।

টফেল বলেছেন, ‘জানি না বাংলাদেশ গোলাপি বলে কখনও প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছে কি না। তবে বাংলাদেশের কাজটা নিঃসন্দেহে বেশি কঠিন।’

যোগ করেছেন, ‘শিশির থাকলে ফিল্ডিং করতে সমস্যা হবে। তখন বল শুকনো রাখাটা গুরুত্বপূর্ণ কাজ। দেখার বিষয় বলের রং কতক্ষণ ঠিক থাকে। পুরনো বল নিয়ে কতটা সময় খেলা যাবে সেটা বোঝাও আম্পায়ারদের কাছে ঝামেলার। সাদা বলই ৫০ ওভার খেলা যায় না। সেখানে টেস্টে তো গোলাপি বলে ৮০ ওভার খেলা হবে!’

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা