বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সভাপতি বড়ভাই, ছোটভাই সম্পাদক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ২২:২০
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বড়ভাই মোহাম্মদ আলী এবং ছোটভাই সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল শেষে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী এ ঘোষণা দেন।

এর আগে বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী।

সম্মেলনে আরো বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি মাহাববুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আল টুলু, ঠাকুরগাঁও উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক স্বামী-স্ত্রী আহত
গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে জবিতে টানা ২৩ দিনের ছুটি
আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশের ব্যবসায়ীরা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা