ঢাকাটাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকি: রাজাপুরে প্রতিবাদ সভা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১০:১৭
অ- অ+

চাদার দাবিতে দৈনিক ‘ঢাকা টাইমস’, অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার সন্ধ্যা ৭টায় রাজাপুর প্রেসক্লাবে এ সভা হয়।

রাজাপুর প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক ঢাকাটাইমস রাজাপুর প্রতিনিধি এমকে আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান।

সভায় বক্তারা সাংবাদিক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘হুমকি দিয়ে কলম সৈনিকদের কলম বন্ধ করা যাবে না। এছাড়াও প্রশাসনের কাছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে শিগগির আইনের আওতায় আনতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন- রাজাপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আহসান হাবীব সোহাগ, সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুল, গোপাল কর্মকার, প্রেসক্লাব অর্থ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি নেয়ামুল হাসান হিরন, দপ্তর সম্পাদক মতিউর রহমান, সদস্য রবিউল হাসন তানভীর, কামরুল হাসান রানা, সৈয়দ মাইনুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা