রাজ্যপাল মুরালিধরন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১২:১২

এবার নতুন ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরালিধরনকে। শ্রীলঙ্কার উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে কার্যভার নিতে চলেছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোটাবায়া এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। যেখানে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট তিনজন নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেন। তার একজন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি স্পিনার মুরালিধরন।

জানা গেছে, ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার উত্তর প্রদেশে মুরালিধরনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। রাজপক্ষের জোর আবদারের ফলেই দায়িত্ব নেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে শ্রীলঙ্কাকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মুরালিধরন। দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। বিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপশি আইপিএলও খেলেছেন। তবে সক্রিয় রাজনীতিতে কখনও আসেননি। এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। এবার আর বাইশ গজে নয়, রাজ্যপালের গুরুদায়িত্ব পালন করতে হবে মুরালিকে।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এআইএ) ‌‌

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :