মির্জাপুরে আবারো মুক্তিযোদ্ধা যাচাই শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ২২:৩৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে আবারো মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ৮৮২ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বাদপড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে যাচাই-বাছাই হয়। এতে প্রায় ৮০০ জন অংশ নেন। যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত কমিটি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে ৯৪ জনের তালিকা পাঠায়। কিন্তু সরকারি বিধি মোতাবেক বিদ্যমান মুক্তিযোদ্ধার শতকরা ১০ ভাগের বেশি পাঁচজনের নাম তালিকা পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তালিকাটি আবার যাচাই করে পাঠানোর জন্য বলা হয়। সে মতে শনিবার থেকে মির্জাপুরে পুনঃযাচাই-বাছাই শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শেষ হবে।

কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, শনিবার বাছাইয়ের প্রথম দিনে কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, সদস্য সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র শহীদুর রহমান শহীদ, আব্দুর রাজ্জাক বিএসসি, সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা