তিন ঘণ্টা জ্বলল টঙ্গীর স্পিনিং মিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি,
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭
অ- অ+

টঙ্গীর ধউর বেড়িবাঁধের ভাদাম এলাকায় ‘অ্যাননটেক্স’ গ্রুপের সুপ্রভ স্পিনিং কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে লাগা এ আগুন রাত সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, ঢাকার কুর্মিটোলা, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। প্রায় তিনঘণ্টা ধরে জ্বলতে থাকা এ আগুনে কারখানার কোনো শ্রমিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম আজাদ মিয়া, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী, ঢাকার কুর্মিটোলা, উত্তরাও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে অ্যাননটেক্স গ্রুপের পরিচালক মো. ফেরদৌস হোসেন ঢাকাটাইমসকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে স্পিনিং সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন স্পিনিং সেকশনে থাকা সুতা, মেশিন ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে কারখানার প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা