ঠাকুরগাঁও আ.লীগের সভাপতি কুরাইশী, সম্পাদক দীপক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০
অ- অ+

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাদেক কুরাইশী আর সাধারণ সম্পাদক হয়েছেন দীপক কুমার রায়।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর দীপক কুমার রায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ.লীগের নেতা ও অতিথিরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা