বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২২
অ- অ+

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ফিনল্যান্ডের সানা মেরিন।

ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা 'হেলসিংইন সানোমাত ও ইলটা সানোমাত ট্যাবলয়েড' এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্তি রিনে। এর পর রবিবার দলীয় নেতাদের এক ভোটাভুটিতে সানা মেরিন নির্বাচিত হন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বয়স সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনও ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেই বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি।’

এছাড়া তিনি আরো বলেন, ‘পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’

সানার বাইরে কমবয়সী প্রধানমন্ত্রীদের মধ্যে আছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন (৩৯), ইউক্রেনের ওলেসি হংচারুক (৩৫) এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (৩৫)।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
ইশরাক সমর্থকদের চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা