এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। খবর আলজাজিরার।
এর মধ্য দিয়ে আরও জোরালো হলো ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালে অস্ট্রেলিয়ার ওপরও চাপ বাড়ে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার অ্যান্টনি আলবানিজ বলেন, ‘এটি একটি সার্বভৌম সিদ্ধান্ত। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই।’
তবে ফিলিস্তিনকে স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে বলে জানায় অস্ট্রেলীয় সরকার। এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার।
এ নিয়ে আলবানিজ ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করেছেন।
বিশ্বের ১৪০টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চীন ও রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য স্বীকৃতি দিলে বাকি থাকবে ইসরায়েলের অভিভাবক যুক্তরাষ্ট্র।
(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)

মন্তব্য করুন