তুরাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন গ্রেপ্তার

তুরাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাঁধন হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল। বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া বাঁধন হাসানের স্থায়ী ঠিকানা তুরাগ থানার চন্ডাল ভোগ গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ তালু।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার বাঁধনকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন