গাজা সিটি দখলে নেওয়ার প্রস্তাব অনুমোদন ইসরায়েল মন্ত্রিসভার

ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ বিধ্বস্ত গাজা শহর দখলে নিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা প্রকাশ করেনি। খবর আল জাজিরার।
শুক্রবার (৮ আগস্ট) সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথমে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে বলা হয়, রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে। পাশাপাশি বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করবে।
আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।
গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েক দিন ধরেই মিলছিল বলে জানান আল-জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি। তার তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে সবুজ সংকেত দিয়েছেন।
এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চান তারা।
(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)

মন্তব্য করুন