বাজারে আসার আগেই নকিয়া ভক্তদের হাতে ২৭২০

নকিয়া ফোনের মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল গত ২৭ নভেম্বর দারাজের সঙ্গে যৌথভাবে ১০ জন নকিয়া ভক্তকে পরস্কৃত করে। দেশের বাজারে উন্মুক্ত হওয়ার একদিন আগেই তাদের পক্ষ থেকে তুলনামূলক কম মূল্যে এই ১০ জন ভক্তের প্রত্যেকের হাতে একটি করে নকিয়া ২৭২০ সেট তুলে দেওয়া হয়।
বিশ্ববাজারে সেটটি উন্মুক্ত হওয়ার পর থেকে নকিয়া ভক্তরা এইচএমডি গ্লোবাল ও দারাজের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে আসছে। নকিয়ার প্রতি তাদের অত্যধিক ভালোবাসা, কৌতুহল ও আগ্রহের সম্মাননা হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বিজনেস হেড ফারহান রশিদ এবং, কি-অ্যাকাউন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান ভক্তদের হাতে ফোন তুলে দেন।
বহুল প্রতীক্ষিত নকিয়া ২৭২০ সেটটি এইচএমডি গ্লোবাল তার ভক্তদের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভলি দারাজের সঙ্গে। শুধুমাত্র দারাজ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে নোকিয়া ২৭২০ সেটটি।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজেড)

মন্তব্য করুন