নৈতিক স্খলন: মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাব্বীকে অব্যাহতি

নৈতিক স্খলনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমানের পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, নৈতিক স্খলনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে দরজা ভেঙে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাইফুল ইসলাম রাব্বীসহ তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। আটকের সময় পুলিশের সঙ্গে রাব্বীর অশোভনীয় আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উপস্থিতিতে মুচলেকায় মুক্তি দেওয়া হয় রাব্বিসহ অপর তিনজনকে।এছাড়া সম্প্রতি মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে দোকান বেদখল করে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতার বিরুদ্ধে।
(ঢাকাটাইমস/২০মে/এলএম/এসএ)

মন্তব্য করুন