মুক্তি পাচ্ছে পুষ্পিতার শেষ ছবি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১২:১৫
অ- অ+

অভিনয় ছেড়ে বর্তমানে ইসলামের পথে হাঁটছেন চিত্রনায়িকা পুষ্পিতা পপি। অতীতের সব হিসাব বন্ধ করে তিনি এখন নিয়মিত ইসলামের আদর্শে জীবন পরিচালনা করছেন। শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে সেই পুষ্পিতা অভিনীত শেষ ছবি ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। এই ছবির মধ্য দিয়েই আপাতত নায়িকার অভিনয় জীবনের ইতি ঘটছে।

এ প্রসঙ্গে পুষ্পিতা জানান, ‘সিনেমা ছেড়ে দিয়েছি। আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবো না। ধর্মকে গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদাত করছি। নামাজ-রোজা নিয়ে বাঁচতে চাই। ধর্মের পথে চলতে চাই। তবে ভালো লাগছে যে আমার অভিনীত শেষ ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির পর আর কোনো নতুন ছবিতে আমাকে দেখতে পাবেন না।’

অভিনয় জীবন থেকে বিদায় নিয়ে বর্তমানে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন পুষ্পিতা পপি। তিনি বলেন, ‘জীবিকা নির্বাহের জন্য আমি এখন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছি। সবাই দোয়া করবেন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে হাঁটতে পারি। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।’

২০১৪ সালে ‘তুই হবি পর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পিতা পপির। এই নায়িকার শেষ ছবি ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এর কাহিনি ও সংলাপ লিখেছেন নির্মাতা কাজী হায়াত। ছবিতে পুষ্পিতার নায়ক কাজী মারুফ। আরও আছেন রুবেল ও অমিত হাসান।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা