৪৮ বলে ৮৪ মিথুন, সিলেটের সংগ্রহ ১৬২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৫:১২| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৫
অ- অ+

‘বঙ্গবন্ধু বিপিএল’ এর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান সংগ্রহ করেছে সিলেট থান্ডার্। ওয়ানডাউনে নেমে ৪৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে ওপেনার রনি তালুকদারকে হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারে রুবেলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন তিনি। এরপর ৪৬ রানের জুটি গড়েন জনসন চার্লস ও মিথুন।

দলীয় ৫১ রানে নাসুমের বলে বোল্ড হয়ে ফিরে যান চার্লস। ২৩ বলে ৭টি চারের সাহায্যে ৩৫ রান করেন চার্লস। তারপর মিথুনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মোসাদ্দেক। তারা দুজনে ৯৬ রানের জুটি গড়েন। ইনিংসের শেষ ওভারে এমরিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার ইনিংস: ১৬২/৪ (২০ ওভার)

(রনি তালুকদার ১/৩৪, জনসন চার্লস ৩৫, মোহাম্মদ মিথুন ৮৪*, মোসাদ্দেক হোসেন ২৯, নাজমুল হোসেন মিলন ১*; নাসুম আহমেদ ১/৩৪, রুবেল হোসেন ২/৩৭, রায়াদ এমরিত ১/৩৮, মুক্তার আলী ০/২২, নাসির হোসেন ০/২২, রায়ান বার্ল ০/১৫)।

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা