আফগানিস্তান থেকে আরো চার হাজার সেনা ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:২৫
অ- অ+

আফগানিস্তানে মোতায়েন আরো চার হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে হোয়াইট হাউস। এই চার হাজার সেনা প্রত্যাহার করা হলে আফগানিস্তানে আরো আট থেকে নয় হাজার মার্কিন সেনা থাকবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে এনবিসি।

গত বৃহস্পতিবার আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদ তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা করেছেন। এরপরই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ খবর বের হলো।

মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা প্রকাশ করা হলেও এটি স্পষ্ট নয় যে, কবে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে- বিষয়টিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

এদিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সেনা প্রত্যাহারের ব্যাপারে তারা কোনো নির্দেশ পাননি।

ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা