‘কাশ্মীরি প্রেমিকা’ ফারিয়া শাহরিন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:১৫
অ- অ+

বহুদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন আলোচিত টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন। এই সময়টা তিনি মালয়েশিয়ায় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। পড়াশোনার সেই পাঠ চুকিয়ে নায়িকা আবারও ফিরেছেন লাইট ক্যামেরার জগতে। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে ভালোবাসা দিবসের একটি বিশেষ নাটকে।

লাক্স চ্যানেল আই বিজয়ী এই সুন্দরীর বিশেষ সেই নাটকটির নাম ‘কাশ্মীরি প্রেমিকা’। এই কাশ্মীরি প্রেমিকার চরিত্রেই থাকবেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে অভিনয় করবেন মনোজ। নাটকটির গল্প লিখেছেন লেখক ও সাংবাদিক মাহতাব হোসেন। সেই গল্পে নাটকটি নির্মাণের দায়িত্বে থাকবেন কাজী সাইফ।

নাটকটি প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এছাড়া এখন থেকে তিনি দেশেই থাকবেন বলে জানান। নিয়মিত কাজ করবেন নাটক ও বিজ্ঞাপনে।’

নির্মাতা কাজী সাইফ জানান, ‘আগামী ৩ এবং ৪ জানুয়ারি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটির শুটিং হবে। এরপর সম্পাদনা ও অন্যান্য কাজ শেষে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে এটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।’

ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা