জয়পুরহাটে আ.লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৬
অ- অ+

জয়পুরহাটের আক্কেলপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোররাতে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বাায়ক আব্দুর রহিম স্বাধীন মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা অভিযোগ করে বলেন, আসন্ন কাউন্সিলে তিনি আক্কেলপুর উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। এ অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ভয়ভীতি বা হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। তবে স্পষ্ট করে কারো নাম না বললেও তিনি বলেন, সিসি টিভি ফুটেজ দেখে ও তদন্ত করে পুলিশ এ ব্যাপারে দোষীদের আইনের আওতায় আনতে পারে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ জানান, ভোররাতে ওই বাড়ি লক্ষ করে তিনটি ককটেল ও দুই রাউন্ট গুলি বর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলির খোসা ও ককটেল বিস্ফোরণের আলামত ও সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা হবে জানিয়ে দোষীদের গ্রেপ্তার করার কথা বলেন ওসি।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা