টাঙ্গাইলে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে ফেরদৌসী আক্তার নামে এক নারী। মঙ্গলবার দুপুরে উপজেলার রঙ্গীনাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফেরদৌসী ওই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ।
পুলিশ জানায়, রঙ্গীনাবাড়ী গ্রামের মহির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী আক্তার দীর্ঘদিন ধরে নাগরপুর চৌহালী সাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, গ্রেপ্তার ওই নারী বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন