চাঁদাবাজির মামলায় শিল্পপতি শওকত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৩০| আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২৩:২৮
অ- অ+

চাঁদা দাবির অভিযোগে অ্যাসার্ট গ্রুপের মালিক শিল্পপতি শওকত হাসান মিয়াকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।

গুলশান থানার ওসি এস এম কামরুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ‘তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। এই শিল্পপতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে।’

এজাহারে বলা হয়েছে, অ্যাসার্ট গ্রুপের পক্ষ থেকে ৬০ কোটি টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন শওকত হাসান মিয়া। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সশস্ত্র ক্যাডার নিয়ে এসে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, মোহাম্মদ কামরুল হাসান ও মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে ৬০ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় শওকত হাসান ও তার ক্যাডার বাহিনী।

এই ঘটনায় ২ জানুয়ারি পিএইচপি গ্রুপের মালিকের পক্ষে মোস্তফা কামাল ৬০ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা করেন। সেই মামলায় গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা