পিতৃত্বকালীন ছুটি গ্রহণের ঘোষণা জাপানের পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:১৮
অ- অ+

চলতি মাসের শেষে সন্তান ভূমিষ্ঠ হলে তার লালন-পালনের উদ্দেশ্যে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা জানিয়েছেন জাপানের পরিবেশমন্ত্রী শিনজিরো কৌজুমি। দেশটির ইতিহাসে মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। মূলত সন্তান যত্নে পিতাদের উৎসাহিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটিতে ক্রমবর্ধমান জনসংখ্যার বার্ধক্য ও জন্মহার কমে যাওয়ার কারণে সরকার পিতৃত্বকালীন ছুটিকে উৎসাহ দিচ্ছে। গত মাসে সরকারি কর্মীদের জন্য একমাসের বেশি পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়ে একটি নীতি পাস করেছে।

গত বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কৌজুমির ছেলে ও বর্তমান পরিবেশমন্ত্রী শিনজিরো কৌজুমি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে দুই সপ্তাহের ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে। পার্লামেন্ট ও মন্ত্রিসভায় যেন তার দায়িত্ব ক্ষতিগ্রস্ত না হয় এই শর্তে তিনি ছুটি নেবেন।

তিনি আরো বলেন, এটি কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। যেন তার মন্ত্রণালয়ে কর্মরত বাবারাও সন্তানের লালন পালনে উৎসাহিত হন।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা