নড়াইলে সুলতান মেলা শুরু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২০:৫৩
অ- অ+

চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১২ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হয়েছে। এ মেলা চলবে ১৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সুলতান মঞ্চে এ মেলা শুরু হয।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার।

মেলাকে ঘিরে বাঁধাঘাট হতে সুলতান মঞ্চ মাঠ এলাকায় জুড়ে প্রায় দু’শতাধিক স্টল বসেছে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও ট্রেন স্থাপন করা হয়েছে। এ বছর মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে, চিত্র প্রদর্শনী, লাঠিখেলা, হাডুডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড়, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, চিবুড়ি ইত্যাদি।

এ ছাড়া এ মেলায় প্রতিদিন সন্ধ্যা হতে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ৩৭টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। প্রতিদিন বিকালে থাকবে নড়াইলের বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও আলোচনা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশীদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
ঢাকাসহ ৮ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
জুলাই গণহত্যা: শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরু আজ, সরাসরি সম্প্রচার
কক্সবাজারে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা