ভৈরবে তিন মাদকসেবীর কারাদণ্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৫১
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুবনা ফারজানা।

মাদকসেবীদের মধ্যে ভৈরব শহরের কালীপুর গ্রামের জিহাদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, জগনাথপুর এলাকার মহরম আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, একই এলাকার মামুনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুজনকেই দু’দিন কারাবাসের আদেশ দেয় আদালত।

এদিকে ভৈরব থানা পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তারা হলেন- ভৈরব পৌর এলাকার কালিপুর গ্রামের সিয়াম, পলতাকান্দা এলাকার আসিফ, একই এলাকার নয়ন ও কিশোরগঞ্জ সদর থানা এলাকার ফিরোজ হোসেন। ভৈরব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা