জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইবির তিন স্বর্ণ জয়

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২০:২৭
অ- অ+

মুজিববর্ষ উপলক্ষে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনজন শিক্ষার্থী স্বর্ণপদক ও এক শিক্ষার্থী রৌপ্যপদক পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র মতে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৬-১৮ জানুয়ারি জাতীয় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্বর্ণ ও এক শিক্ষার্থী রৌপ্যপদক জয়লাভ করে। এর মধ্যে তামান্না আক্তার ১০০ মিটার হাভেলস ইভেন্টে স্বর্ণপদক, রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে স্বর্ণপদক, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক ও প্লাবনী হক হাইজাম্প ইভেন্টে রৌপ্যপদক লাভ করেছে। চার শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের।

এবারের অ্যাথলেটিকস আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, সামরিক অধিভুক্ত ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশ নেয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা