ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২০, ০৯:৪০| আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৩:০৪
অ- অ+

ফরিদপুরে আগুনের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চরমামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে লাগা আগুনে আলেয়া বেগম (৪০) ও তার তিন বছর বয়সী মেয়ে আমেনার মৃত্যু হয়।

শনিবার রাত ১০টার দিকে লাগা আগুনে ঘটনাস্থলেই মারা যান আজাদ শেখের স্ত্রী আলেয়া। অগ্নিদগ্ধ শিশু আমেনাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন মা ও মেয়ে। পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, একই দিনে জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা