কাপুরুষের মতো হামলায় পিছু হটবো না: তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৩:৪২| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৩:৫১
অ- অ+

রাজধানীর গাবতলীতে প্রচারণা চালানোর সময় হামলার পর প্রাথমিক চিকিৎসা শেষে আবার প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কল্যাণপুর এলাকায় প্রচারণা চালানোর সময় তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিবাচক ভাবনা নিয়ে গণসংযোগ শুরু করেছিলাম। পেছন দিক থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে আমার ওপর হামলা করা হয়েছে। আমার সাথের সহকর্মী নেতৃবৃন্দকে মারা হয়েছে। কিন্তু আমরা পিছু হটবো না।’

বিএনপির প্রার্থী বলেন, ‘আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমার ওপর হামলা বিশেষ করে আমার মনোবল ভাঙবে না। পিছু হটাতে পারবেন না। গণসংযোগ এগিয়ে নেব। ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তা প্রমাণ করবো।’

তাবিথ বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা আমাদের গণসংযোগ-যেটা ভোটারদের নিয়ে যাচ্ছে, সেটা করবো। আমরা কোনো ভয়ভীতি হামলায় পিছু হটবো না।’

পুলিশের সামনে হামলা হয়েছে এমন অভিযোগ করলেও তাদের ধন্যবাদ দিয়েছেন তাবিথ। বলেছেন, ‘সবচেয়ে ভয়ংকর কথা হলো-এই হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।’

পুলিশকে উদ্দেশ্য করে তাবিথ বলেন, ‘আমি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই তারা দায়িত্ব পালন করছেন। তারা নিজের চোখে দেখেছেন এই হামলা এলাকার ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মজিব সরোয়ার মাসুম ও তার দলবল করেছে। তার যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।’

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা