শ্বাসরুদ্ধকর ম্যাচে থাইল্যান্ডকে হারালো টাইগ্রিসরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৪:৩৮| আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৪:৪০
অ- অ+

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ভারতের পাঠনায় টসে হেরে আগে ব্যাট করে নেম নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে থাইল্যান্ড নারী দিল। দুর্দান্ত ব্যাট করে থাইদের পক্ষে চানতাম সর্বোচ্চ ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানার ১ উইকেট নেন।

১২১ রানের জবাবে শুরুতেই ওপেনার ফারজানাকে হারালেও আরেক ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে ম্যাচের শেষ দিকে দ্রুত উইকেট হারালে হারের শংকায় পড়ে বাংলাদেশ নারী দল। ৮ উইকেট হারালো ফাহিমার দৃড়তায় শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ জয় পায় দুই উইকেটে। ফাহিমার ব্যাট থেকে আসে ২৮* রান।

সংক্ষিপ্ত স্কোর:

থাইল্যান্ড: ১২০/৩ (২০)

চানতাম ৬০, জাহানার ১/৩৮।

বাংলাদেশ: ১২৪/৮ (২০)

শামীমা ৩৮, ফাহিমা ২৮*।

বাংলাদেশ দুই উইকেট জয়ী। আগের ম্যাচে ভারত এ দলের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ নারী দল।

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা