২ চার মেরে বোল্ড মেয়রপ্রার্থী আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৫৬| আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:০১
অ- অ+

নির্বাচনি প্রচরণায় সময় দেয়ার পাশাপাশি ক্রিকেটার বেশে মাঠে নামলেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মাঠে নেমে দুটি চারের দেখা পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১ বল খেলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

শুক্রবার সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। গুলশান ইয়ুথ ক্লাব উইকেন্ড ক্রিকেট সাব কমিটি খেলাটির আয়োজন করে। প্রতীকী এই ম্যাচে জার্সি, গ্লাভস, প্যাড ও হেলমেট পরে ব্যাট হাতে মাঠে নামেন আতিকুল ইসলাম।

দুই চার মেরে ১১ তম বলে আউট হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন তিনি। স্কোর বড় না হলেও মাঠ ছাড়ার সময় অভিবাদন পেয়েছেন দর্শকদের থেকে।

খেলা শেষে আতিকুল বলেন, ‘অনেকদিন পর গার্ড, প্যাড সবকিছু পরে ক্রিকেট খেললাম। খেলে মনে হলো যে, খেললে খেলা যাবে। চার তো মেরেছি, ছক্কাও মারা যাবে।’

গুলশান ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলার ভেতরে কী যে একটা মনোভাব আর উদ্যম, আমি ধন্যবাদ জানাই গুলশান ইয়ুথ ক্লাবকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশের অনেক নামকরা অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় এই ইয়ুথ ক্লাব থেকেই তৈরি হয়েছেন। ’

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা