পাঞ্জেরী সাহিত্য পুরস্কার পেলেন সাম্মি ইসলাম নীলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১৫:২৩

তরুণ কবি সাম্মি ইসলাম নীলা ‘পাঞ্জেরী সাহিত্য একাডেমি পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯’ পেয়েছেন । চাঁদপুর সাহিত্য একাডেমি ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড এর যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।

পাঞ্জেরী পাবলিকেশন্স ২০১৯ সালের অক্টোবরে যে কোনো বয়সী লেখকদের কাছে কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধ পাণ্ডুলিপি আহ্বান করে। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী কবিতা বিভাগের জন্য কবি সাম্মি ইসলাম নীলার ‘ধীরে এসো বসন্ত’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন। পাঞ্জেরী পাবলিকেশন্স লি. এই পাণ্ডুলিপি গ্রন্থাকারে একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারি ২০২০-এ প্রকাশ করবে।

কবি সাম্মি ইসলাম নীলা ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ শাহ জালাল মজুমদার ও মায়ের নাম হাজেরা বেগম । তিনি ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। তার তিন বোন ও এক ভাই রয়েছে।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :