ফের একসঙ্গে শাহিদ-আলিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭
অ- অ+

২০১৫ সালে ‘শানদার’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাহিদ কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর পর আবার ফিরছেন এই জুটি। মুম্বাই মিরর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশভক্তির প্রেক্ষাপটে নির্মিতব্য না ঠিক না হওয়া এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন এক নবাগত পরিচালক।

শাহিদ কাপুর অ্যাকশন ছবির ভক্ত। তাই এই ছবি নিয়ে খুবই এক্সসাইটেড তিনি। তবে চরিত্রের প্রয়োজনে চেহারায় কিছু পরিবর্তন আনতে হবে শাহিদকে। বাড়াতে হবে ওজন। তাই শুটিং শুরুর কয়েক মাস আগে থেকেই নিজেকে তৈরি করবেন তিনি। চলতি বছরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা।

শাহিদ বর্তমানে কাজ করছেন ‘জার্সি’ ছবিতে। এখানে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। অন্যদিকে আলিয়া ব্যস্ত তার দুই ছবি নিয়ে। একটি ‘ব্রহ্মাস্ত্র’, অন্যটি ‘গাঙ্গুবাঈ’। এই দুই ছবির পরিচালক যথাক্রমে অয়ন মুখার্জি ও সঞ্জয় লীলা বানসালি। দুটি ছবিই মুক্তির অপেক্ষায়।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা