ফের একসঙ্গে শাহিদ-আলিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭
অ- অ+

২০১৫ সালে ‘শানদার’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাহিদ কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর পর আবার ফিরছেন এই জুটি। মুম্বাই মিরর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশভক্তির প্রেক্ষাপটে নির্মিতব্য না ঠিক না হওয়া এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন এক নবাগত পরিচালক।

শাহিদ কাপুর অ্যাকশন ছবির ভক্ত। তাই এই ছবি নিয়ে খুবই এক্সসাইটেড তিনি। তবে চরিত্রের প্রয়োজনে চেহারায় কিছু পরিবর্তন আনতে হবে শাহিদকে। বাড়াতে হবে ওজন। তাই শুটিং শুরুর কয়েক মাস আগে থেকেই নিজেকে তৈরি করবেন তিনি। চলতি বছরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা।

শাহিদ বর্তমানে কাজ করছেন ‘জার্সি’ ছবিতে। এখানে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। অন্যদিকে আলিয়া ব্যস্ত তার দুই ছবি নিয়ে। একটি ‘ব্রহ্মাস্ত্র’, অন্যটি ‘গাঙ্গুবাঈ’। এই দুই ছবির পরিচালক যথাক্রমে অয়ন মুখার্জি ও সঞ্জয় লীলা বানসালি। দুটি ছবিই মুক্তির অপেক্ষায়।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা