চট্টগ্রাম সিটিতে নির্বাচন ২৯ মার্চ, ভোট ইভিএমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৯ মার্চ। ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহন হবে এই সিটিতে। একইদিন বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এই দুই আসনে ভোট হবে ব্যালট পেপারে।

রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন নির্বাচন ও দুই আসনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। আর প্রতিক বরাদ্দ ৯ মার্চ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা